জুয়েল রানা : চুরি হওয়া ইজিবাইক ২৪ ঘন্টা ভিতর উদ্ধার করলো কুষ্টিয়া জগতি পুলিশ ক্যাম্প এর ইনচার্জ মেহেদী হাসান মুন্না।তিনি বলেন অনেক অভিযান চালিয়ে আমরা অটো চোর চক্রের ৩ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি…
তবে তিনি বলেন নেশার টাকা যোগার করতে এমন চুরির পথ বেছে নেয় এই তিন জন।এর আগেও তারা অনেক কিছু চুরি করেছে বলে যানা যায়।এই দিকে ইবি এলাকার সাধারণ জনগন বলেন, নেশার টাকা যোগার করতে প্রতি নিয়ত এমন চুরি হতেই চলেছে…
এই সময় চোর চক্রের ৩ সদস্য কে আটক করেছে পুলিশ।
জানা যায় চোর চক্রের ২ সদস্যের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার সোনাইডাংগা গ্রামে।
দিনের বেলায় তাদের পেশা ছিলো ভ্যান চালক ও বিত্তিপাড়া বাজারে শ্রমিকের কাজ।এর মাঝেই তারা মানুষের চোখকে ফাকি দিয়ে চালিয়ে যেত চুরি।