নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৭ ও র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের যৌথ অভিযানে অদ্য ১৬ জুন ২০২২ তারিখ বিকাল ০৪ঃ৩০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার কোতয়ালি থানাধীন স্টেডিয়াম এলাকা হতে কুষ্টিয়ার কিশোর গ্যাং চক্র বিএসবি’র ৩ সক্রিয় সদস্য ১। মোহাম্মদ সংগ্রাম হোসেন সাইফ (১৯), পিতা-হারুনুর রশিদ, সাং-পূর্ব মজমপুর, থানা-সদর, ২। মহাম্মদ নাফিস ফুয়াদ (১৯), পিতা-আব্দুস সবুর বিশ্বাস, সাং-বেলগাছি, থানা-মিরপুর, এবং ৩। তামিম শাহরিয়ার (২২), পিতা-শফিকুল ইসলাম, সাং-বানিয়াপাড়া, থানা-কুমারখালী, সর্ব জেলা-কুষ্টিয়াকে গেফতার করে। আটককৃতরা গত ১৩ জুন ২০২২ তারিখ কুষ্টিয়ার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে সংঘবদ্ধভাবে আক্রমন চালিয়ে উক্ত স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র আবিরকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে এবং স্কুলে ভাংচুর চালায়। উক্ত ঘটনায় আহত ছাত্রের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-৩৬, তারিখঃ ১৬ জুন ২০২২। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম জেলার কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। কিশোর অপরাধ সম্পর্কে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *