আবুল হোসেন গোয়ালন্দ রাজবাড়ী : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বৃহস্পতিবার ভোরে সড়ক দূর্ঘটনায় মফিজুর রহমান মঞ্জু (৩৬) নামে এম আর পরিবহনের এক চালকের মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উথালী গ্রামের মো. আদেল কাজীর ছেলে।
জানা যায়, সাতক্ষিরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম আর পরিবহনের বাসটি
বৃহস্পতিবার ভোররাতে দৌলতদিয়া ঘাটে আসে। এসময় চালক সহকারীকে বাসটি
চালাতে দিয়ে তিনি জরুরী প্রয়োজনে নিচে নামেন। বাসটি ফেরিঘাটের
দিকে অগ্রসর হতে থাকলে নিচ থেকে বাসে উঠতে যান ওই চালক। তিনে বাসে
উঠার আগেই চালকের আসনে বসা সহকারী বাসটি টান দেন। এতে চালক
ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বিষয়টি
নিশ্চিত করে জানান, দূর্ঘটনা ঘটানো বাসের হেলপার ও সুপারভাইজার পলাতলক রয়েছে। দূর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *