নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ায় আধুনিক মানের শিল্পকলা একাডেমি ভবন নির্মিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে শিল্পকলা একাডেমি নেতৃবৃন্দ। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় শিল্পকলা একাডেমি চত্বর থেকে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমি ভাবনে গিয়ে শেষ হয়। এই আনন্দ শোভাযাত্রায় জেলার বিভিন্ন সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়। বিকেলে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর একাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে গত, ১৩ এপ্রিল গণভবন থেকে কুষ্টিয়া ছাড়াও দেশের বেশ কয়েকটি নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৫০কোটি টাকা ব্যায়ে নির্মিত হয় আধুনিকমানের কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ভবন।