নিজস্ব প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ উলামা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে। রোববার (১২জুন) বিকেলে
উলামা পরিষদের নেতাকর্মী ও মুসল্লিরা
শহরের বড়বাজার থেকে একটি মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন- এ সময় ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’ ‘নুপুর শর্মার দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মী ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুসুল্লি ও নানা শ্রেণী পেশার মানুষ।
বাংলাদেশ উলামা পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহাসচিব রফিকুল ইসলাম মাদানী ও সহ-সভাপতি মুখতারুজ্জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবী কুমার জিন্দাল যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। বিশ্বনবীকে নিয়ে কটূক্তি কোনোভাবে বরদাশত করা হবে না। আমরা বিজেপির ওই দুই নেতাসহ যারা এর সাথে জড়িত তাদের সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।