ইবির ছাত্র উপদেষ্টাসহ ৮ পদে নতুন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টাসহ আট প্রশাসনিক ও দাপ্তরিক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের এ পদে নিয়োগ দিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক আটটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে, ছাত্র উপদেষ্টা হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে একই বিভাগের উপ-পরিচালক আনার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে প্রভোস্ট হিসেবে সাদ্দাম হোসেন হলে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, খালেদা জিয়া হলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান এবং শেখ হাসিনা হলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।  

আগে ওই পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করায় নতুন করে নিয়োগ দিয়েছে প্রশাসন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন। আইআইইআরের পরিচালক তিন বছর, অর্থ ও হিসাব শাখা এবং পরিবহন প্রশাসক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বাকি সবাইকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে আনার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর মেলবন্ধনে কাজ করে যাব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।  

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পরে ওই পদে দায়িত্বপ্রাপ্তরা পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে পদগুলোতে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

  • Related Posts

    কুষ্টিয়া-২ আসনের সাবেক এমপি কামারুল আরেফিনের মমতাময়ী মায়ের কুলখানিতে জনতার ঢল

    কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের মা হাজী খোদেজা বেগম (৯৫) এর রুহের মাগফেরাত কামনায় কুলখানী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে সদরপুর…

    Continue reading
    কুষ্টিয়ায় ছাদ থেকে ফেলে কলেজ ছাত্রকে হত্যা

    কুষ্টিয়া শহরের একটি চারতলা বাড়ির ছাদ থেকে ফেলে রুবেল হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় এ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিনোদন

    ফের সমালোচনায় জেফার, ভিডিও ভাইরাল

    • By admin
    • December 22, 2024
    • 62 views
    ফের সমালোচনায় জেফার, ভিডিও ভাইরাল

    শাকিবের সঙ্গে প্রেম!

    • By admin
    • November 5, 2024
    • 76 views
    শাকিবের সঙ্গে প্রেম!

    ‘প্রিয় মালতী’ হয়ে মিশর যাচ্ছেন মেহজাবীন

    • By admin
    • November 5, 2024
    • 63 views
    ‘প্রিয় মালতী’ হয়ে মিশর যাচ্ছেন মেহজাবীন

    কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    • By admin
    • October 20, 2024
    • 63 views
    কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    অনুষ্ঠানের মাঝে গায়িকার হুমকি

    • By admin
    • October 20, 2024
    • 67 views
    অনুষ্ঠানের মাঝে গায়িকার হুমকি

    ভাইকে হারিয়ে হৃদয়ভাঙা পোস্ট ম্যাডোনার

    ভাইকে হারিয়ে হৃদয়ভাঙা পোস্ট ম্যাডোনার