কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি আপন চাচাতো ভাই-বোন।
শনিবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামের মাদ্রাসা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- উক্ত এলাকার খোদা বকস এর ছেলে নূর আমিন (৫) ও মিজার আলীর মেয়ে ফাতেমা (৪)।
স্থানীয় বাসিন্দা রবজেল হোসেন জানান, আপন চাচাতো দুই ভাইবোন বিকালে একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশে খেলছিলো। কিছুক্ষণ পরেই তাদেরকে বাড়ির আশেপাশে আর দেখতে না পেরে পরিবারের লোকজন এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের একটি পুকুরে হঠাৎ করে শিশু দুটি অচেতন অবস্থায় ভেসে ওঠে।
এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই পরিবারে দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেলেন। আর ২২৩টি পেলেন প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস।মোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি। জেতার জন্য প্রয়োজন ছিল ২৭০টি। প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট জেতার…