Posts List
Health
-
কুষ্টিয়ায় কুষ্ঠ রোগীর প্রাপ্ত সুবিধার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া নারী মাুক্তি ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে কুষ্ঠ রোগীদের প্রাপ্ত সুবিধা আদায় এবং তাদেরকে সহায়াতা করার জন্য আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় কুষ্টিয়া ১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়া । এসময় কুষ্ঠরোগীদের কি ধরনের সুবিধা দেওয়া যেতে পারে সে বিষয়ে স্থান সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং হাটশ-হরিপুর উনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মোস্তাক হোসেন মাসুদ, আরো উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি মুশফিক রহমান ও সুতিত মৌনিক। ইউনিয়ন পরিষদের সকল ওয়াার্ডের মেম্বার উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন তার দপ্তর থেকে এই কুষ্ঠ রোগীদের যে ধরনের সেবা দেওয়া যায়া তিনি সার্বিক সহায়তা করবেন বলে তিনি জানান।
Economy
-
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাহবুবউল আলম হানিফ এমপি
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য আজ সকালে নমুনা জমা দিয়েছিলেন মাহবুব উল আলম হানিফ। সন্ধ্যায় করোনা শনাক্তের ফল জানা গেছে। করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন।
তারিকুল ইসলাম টুটুল আরও জানান, মাহবুব উল আলম হানিফ দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চেয়েছেন। এর আগে ২০২০ সালের ১১ নভেম্বরে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।