দৌলতপুরে বজ্রপাতে শিশুসহ দুই জনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় শিশু সাইফ হোসেন (১৩) ও জামাত আলী (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাই পাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায় সাইফ হোসেন। সে ওই গ্রামের পলাশ মÐলের ছেলে।

সাইফ নিজেদের ফসলের জমিতে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে, একই দিন দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন জামাত আলী (২৫)। তিনি ওই এলাকার মতিউর রহমানের ছেলে। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তুহিন জানান, সাইফ ঘটনাস্থলেই মারা যান এবং জামাত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *