মিরপুরে আর কোন ফ্যাসিজমের স্থান হবে না: আব্দুল গফুর

ষ্টাফ রিপোর্টার:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়া-মেহেরপুর মহাড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মিরপুর পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।


সেখানে মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের এমপি পদপ্রার্থী আব্দুল গফুরসহ নেতাকর্মীরা।


এসময় জামায়াত এমপি প্রার্থী আব্দুল গফুর বলেন, ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামী নেতারা।”


এসময় আব্দুল গফুর আরো বলেন, “মিরপুর-ভেড়ামারার মাটিতে আর কোন অন্যায়, জুলুম, নির্যাতন করতে দেওয়া হবে না। কোন সন্ত্রাস থাকবে না, কোন চাঁদাবাজ থাকবে না। মানুষ শান্তিতে বসবাস করবে। আমরা ইনসাফ পূর্ন সমাজ গঠন করবো, যে সমাজ সকল ধর্মের জন্য সকল মানুষের জন্য, সকল দলের জন্য। মিরপুরে আর কোন ফ্যাসিজমের স্থান হবে না। অতীতে দুর্নীতি পরায়নরা ক্ষমতায় এসে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, সেটা আর হতে দেওয়া হবে না।”


তাদের পাঁচ দফা দাবী গুলোর মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *