কেমোথেরাপির মাঝে কনে সাজে ধরা দিলেন হিনা খান

অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে তবুও আশাবাদী তিনি। তাই তো এই অসুস্থ শরীরেও মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করলেন হিনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হিনার পরনে ছিল লাল লেহেঙ্গা বধূবেশে পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র‌্যাম্পে হাঁটছেন আগের মতোই। 

আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটপাড়ায় আপাতত ভাইরাল। যা দেখে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন তার ভক্তরা। শুধু তাই নয় এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে।

কেউ বা আবার ‘বিগ বস’-এর ঘরে তার লড়াকু পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে ‘শের খান’ বলে আখ্যা দিয়েছেন। অনেকেই আবার সাহস জোগানোর জন্য হিনাকে ধন্যবাদ জানিয়েছেন। 

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। 

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *