ইউএনও জাফর সাদিক চৌধুরীর বিদায়


মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শেষ কর্মদিবসে পাংশা উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, উপজেলা ভূমি অফিস, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী, হিজিবিজি চর্চা কেন্দ্রসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে বিদায় সংবর্ধনার আয়োজন করে। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা তাকে বিদায়ী শুভেচ্ছা জানায়।
উপজেলা প্রশাসন ঃ পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলামের উপস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, ভেটেরিনারী সার্জন মোত্তালিব আলী, যশাই ইউপির চেয়ারম্যান মো. আবু হোসেন খান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, কশবামাজাইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল হক, সাংবাদিক মো. মোক্তার হোসেন ও মাসুদ রেজা শিশির প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তারা বিদায়ী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা জানায়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি অফিস ঃ পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে এবং পাংশা পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সুদর্শন সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাট্টা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জহুরুল হক ও সরিষা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. রেজোয়ান মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, হাবাসপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জিয়াউল হক জিয়া, কলিমহর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম লিটন, যশাই ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. আক্কাস আলী, কশবামাজাইল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা রতন কুমার প্রামানিক, মাছপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোশাররফ হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আনিসুর রহমান ও মৌরাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. আব্দুল মজিদসহ ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে কর্মকর্তারা বিদায়ী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা জানায়।
অফিসার্স ক্লাব ঃ পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে এবং পিআইও মো. আসলাম হোসেনের উপস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অফিসার্স ক্লাবের পক্ষ থেকে কর্মকর্তারা বিদায়ী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা জানায়।
ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন ঃ হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, যশাই ইউপির চেয়ারম্যান মো. আবু হোসেন খান, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস ও পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলামসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে প্রতিনিধিদল বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা জানায়।
শিল্পকলা একাডেমী ঃ পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরের নেতৃত্বে শিল্পকলা একাডেমীর সদস্য সাংবাদিক মো. মোক্তার হোসেন, শিক্ষক হিমাংশু কুন্ডু রকেট, স্বপন আলী মৃধা, চৈতন্য বসাক, তরিকল ইসলাম মিলনের সমন্বয়ে প্রতিনিধিদল বিদায়ী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা জানায়।
হিজিবিজি চর্চা কেন্দ্র ঃ পাংশার হিজিবিজি চর্চা কেন্দ্রের পরিচালক পাভেল রিয়াজের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদায়ী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এছাড়া, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ (ইউপি সচিব), পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহিম, পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. সাঈদ আহমেদ, বয়রাট মাজাইল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন, সাংবাদিক মো. মোক্তার হোসেন, বিএনপি নেতা বিধান কুমার বিশ্বাসসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা বিদায়ী ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও তার পরিবারের উত্তরোত্তর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ২০২৩ সালের ৫ মার্চ পাংশা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। দেড় বছর সুনামের সাথে দায়িত্ব পালনের এক পর্যায়ে গত ৮ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা তাকে নারায়ণগঞ্জ জেলার নারায়নগঞ্জ সদর উপজেলার ইউএনও হিসাবে বদলি করে। বদলিজনিত কারণে ১০ সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য তাকে পাংশায় বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মঙ্গলবার পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেলের নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন।

  • Related Posts

    নির্ঘুম রাত কাটাচ্ছেন খুলনার উপকূলের মানুষ

    ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে শিবসা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খুলনা জেলার পাইকগাছার দেলুটি এলাকার বাসিন্দা মিন্টু সর্দার বৃহস্পতিবার (২৪…

    Continue reading
    জাপা মহাসচিব চুন্নুসহ ৩৫২ জনের নামে মামলা

    বৈষম্যবিরোধী আন্দোলনে কিশোরগঞ্জের করিমগঞ্জে সহিংসতা, মদদ, অর্থায়ন ও নির্দেশের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৩৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলার করিমগঞ্জ থানায়…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিনোদন

    কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    • By admin
    • October 20, 2024
    • 5 views
    কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    অনুষ্ঠানের মাঝে গায়িকার হুমকি

    • By admin
    • October 20, 2024
    • 12 views
    অনুষ্ঠানের মাঝে গায়িকার হুমকি

    ভাইকে হারিয়ে হৃদয়ভাঙা পোস্ট ম্যাডোনার

    ভাইকে হারিয়ে হৃদয়ভাঙা পোস্ট ম্যাডোনার

    ঢাকায় সংগীতানুষ্ঠানে গাইবেন পশ্চিমবঙ্গের সুনিধি

    • By admin
    • October 7, 2024
    • 16 views
    ঢাকায় সংগীতানুষ্ঠানে গাইবেন পশ্চিমবঙ্গের সুনিধি

    সুহানার ফোন নম্বর ভাইরাল করেছিল অনন্যা!

    • By admin
    • October 7, 2024
    • 15 views
    সুহানার ফোন নম্বর ভাইরাল করেছিল অনন্যা!

    চিটার, সে সবসময়ই চিটার : তমা মির্জা

    • By admin
    • October 7, 2024
    • 12 views
    চিটার, সে সবসময়ই চিটার : তমা মির্জা