ক্যাম্পাস ছাড়লেন শিক্ষার্থীদের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়া সেই ইবি শিক্ষক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।  তাকে এবার ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বাকি বিল্লাহ বিভাগের একটি মিটিংয়ে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা বাইরে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ও ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলে। এসময় বিভাগের সভাপতি দুপুর ২টা পর্যন্ত সময় চাইলে শিক্ষার্থীরা অস্বীকৃত জানান। পরে শিক্ষকদের মধ্যস্থতায় তাকে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বাকী বিল্লাহ বিকুল প্রকাশ্যে বিরোধিতা করেছেন। ওই সময় তিনি আন্দোলনকে নৈরাজ্য আখ্যা দিয়ে করা মিছিলে অগ্রণী ভূমিকা পালন করেন। এসময় তিনি এই আন্দোলনকে প্রতিহত ও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। এছাড়াও মিছিলে ‘আর নয় হেলা ফেলা, এবার হবে ফাইনাল খেলা স্লোগান’ দেন।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন অধ্যাপক ড. বাকী বিল্লাহ। এছাড়াও ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে মিছিল করা শিক্ষকদের হামলার প্ররোচনা দেন তিনি ও তার নির্দেশে শিক্ষার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়।

বাকী বিল্লাহ আন্দোলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রচারণা চালিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, গত ২ জুলাই কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় ইবিতেও আন্দোলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি। সেই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। আন্দোলন চলাকালীন নানাবিধ সমস্যা ও হুমকির সম্মুখীন হন শিক্ষার্থীরা। এসময় বাকী বিল্লাহ শিক্ষার্থীদের সহযোগিতা না করে উল্টো আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেন। আন্দোলনের সময় গ্রেপ্তার প্রায় ত্রিশ জন শিক্ষার্থীকে মুক্ত করতে ছাত্র উপদেষ্টা হিসেবে কোনো সহযোগিতা করেননি তিনি। বরং তাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফোন দেওয়া হলে তিনি রিসিভও করেননি।

এসব অভিযোগের বিষয়ে বাকী বিল্লাহ বিকুল বলেন, ছাত্র উপদেষ্টা থাকার ফলে চাইলেও সবকিছু করতে পারিনি। তবে শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তারা অভিযোগ করতেই পারে। আমি একটা আদর্শ লালন করি। সেই জায়গা থেকে আমাকে বিভিন্ন কর্মসূচিতে যেতে হয়েছে। এজন্যই হয়তো তাদের আমার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে।

  • Related Posts

    কুষ্টিয়ায় ছাদ থেকে ফেলে কলেজ ছাত্রকে হত্যা

    কুষ্টিয়া শহরের একটি চারতলা বাড়ির ছাদ থেকে ফেলে রুবেল হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় এ…

    Continue reading
    কুষ্টিয়ায় ১০ কোটির এলএসডি জব্দ 

    পিরোজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাস থেকে ১০ কোটি ৪০ লাখ টাকা মুল্যের মাদক এলএসডি জব্দ করেছে ৪৭ বিজিবি কুষ্টিয়ার সদস্যরা।বুধবার (০২ অক্টোবর) রাতে ৪৭ বিজিবি কুষ্টিয়া সেক্টরের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিনোদন

    ফের সমালোচনায় জেফার, ভিডিও ভাইরাল

    • By admin
    • December 22, 2024
    • 28 views
    ফের সমালোচনায় জেফার, ভিডিও ভাইরাল

    শাকিবের সঙ্গে প্রেম!

    • By admin
    • November 5, 2024
    • 41 views
    শাকিবের সঙ্গে প্রেম!

    ‘প্রিয় মালতী’ হয়ে মিশর যাচ্ছেন মেহজাবীন

    • By admin
    • November 5, 2024
    • 32 views
    ‘প্রিয় মালতী’ হয়ে মিশর যাচ্ছেন মেহজাবীন

    কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    • By admin
    • October 20, 2024
    • 34 views
    কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    অনুষ্ঠানের মাঝে গায়িকার হুমকি

    • By admin
    • October 20, 2024
    • 42 views
    অনুষ্ঠানের মাঝে গায়িকার হুমকি

    ভাইকে হারিয়ে হৃদয়ভাঙা পোস্ট ম্যাডোনার

    ভাইকে হারিয়ে হৃদয়ভাঙা পোস্ট ম্যাডোনার