শোবিজ অঙ্গনের প্রেম-বিয়ে-সংসার নিয়ে বরাবরই মানুষের নেতিবাচক ধারণা রয়েছে। কিন্তু এই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে নাঈম-শাবনাজ ‘আইডল দম্পতির’-এর তকমা কুড়িয়েছেন। দেশের অন্যতম আদর্শ তারকা দম্পতি নাঈম-শাবনাজ। দুজনই এখন জীবনটা উপভোগ করছেন। দুই সন্তান নামিরা ও মাহাদিয়াকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
শনিবার (৫ অক্টোবর) নাঈম-শাবনাজ তাদের বিবাহিত জীবনের ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পা রাখলেন। অন্যদিকে, ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় এহতেশাম পরিচালিত তাদের প্রথম সিনেমা ‘চাঁদনী’। সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এ জুটির সিনেমাগুলো দারুণ দর্শকপ্রিয়। জুটি হিসেবে নাঈম-শাবনাজও ছিলেন দর্শকের কাছে ভীষণ পছন্দের।
১৯৯৪ সালের ৩০ জানুয়ারি বাবা খাজা মুরাদ ইন্তেকাল করায় মানসিকভাবে ভেঙে পড়েন নাঈম। ১৯৯৪ সালের ৫ অক্টোবর শাবনাজকে বিয়ে করেন তিনি। মূলত, শফিউল আজম পরিচালিত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে তাদের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে।