
ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ গত মাসে নিহত হওয়ার পর লেবাননে গিয়েছিলেন ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। গত সপ্তাহের শেষদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলার পর থেকে কানির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিলো। এমন গুঞ্জনের মধ্যেই ইরান জানালো, নিরাপদেই আছেন ইসমাইল কানি।
৭ অক্টোবর, সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) কুদস ফোর্স ফর কোঅর্ডিনেশন অ্যাফেয়ার্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি এ তথ্য জানান।
ইসমাইল কানির পরিস্থিতি নিয়ে উত্থাপিত গুজব সম্পর্কে শহিদ বেহেশতি সাংস্কৃতিক কমপ্লেক্সে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে জেনারেল ইরাজ মাসজেদি বলেন, ‘আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি ‘নিরাপদ’ এবং তিনি তার মিশন পরিচালনায় ব্যস্ত আছেন।’
ইসমাইল কানির সহযোগী ইরাজ মাসজেদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, ‘কানি তার কার্যক্রম চালাচ্ছেন। কেউ কেউ আমাদের একটি বিবৃতি জারি করতে বলেছেন। এর কোনো প্রয়োজন নেই।’
কুদস বাহিনী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের অংশ। ইরানের হয়ে বাহিনীটি হিজবুল্লাহসহ তেহরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে।
২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইসমাইল কানিকে ইরানের রেভল্যুশনারি গাডর্স কোরের বৈদেশিক সামরিক গোয়েন্দা শাখা কুদস ফোর্সের প্রধান করে তেহরান।