কুষ্টিয়ায় ২২৪টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
আগামীকাল বুধবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে ৫ দিনব্যাপী এ উৎসব।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এ উৎসবকে আড়ম্বরপূর্ণ ও সার্বজনীন করতে কুষ্টিয়ার মন্দিরগুলোকে সাজানো হয়েছে নানা রঙে।
প্রতিটি পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রতি বছরের ন্যায় এবারও দুর্গোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় উৎসবমুখর হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মালম্বীদের।