
আমেরিকান বিশ্বখ্যাত পপ সম্রাজ্ঞী ম্যাডোনা সম্প্রতি তার ছোট ভাই নৃত্যশিল্পী ক্রিস্টোফার সিকোনিকে হারিয়েছেন। হারানোর এই শোকেই হয়তো কিছুটা নীরব ছিলেন তিনি। অবশেষে সে নিরবতা ভেঙেছেন গায়িকা।
৬ অক্টোবর, রোববার ক্যান্সারে ৬৩ বছর বয়সে ক্রিস্টোফার সিকোনির মৃত্যু হয়। সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, ভাইকে নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ম্যাডোনা।
দীর্ঘ সে স্ট্যাটাসে ম্যাডোনা লেখেন, ‘আমার ভাই ক্রিস্টোফার চলে গেছে। এতদিন তিনি আমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। আমাদের মানসিক বাঁধন ব্যাখ্যা করা কঠিন। আমরা আলাদা ছিলাম আর সমাজ আমাদের কঠিন সময় দিয়েছিল, যা বোঝানো সম্ভব নয়।’
তিনি আরও লেখেন, ‘শৈশবে একে অপরের হাত ধরে উন্মাদনায় নাচতাম। প্রকৃতপক্ষে, ওই নাচটা আমাদের কাছে ছিল এক ধরনের সুপারগ্লু, যা আমাদের একসাথে আটকে রেখেছিল।’
ভাইয়ের অসুস্থতা প্রসঙ্গে ম্যাডোনা লেখেন, ‘গত কয়েক বছর সহজ ছিল না। ভাইয়ের সাথে কথা হতো না। কিন্তু ও অসুস্থ (ক্যানসার) হয়ে পড়লে আমরা মান-অভিমান ভুলে একে অপরের কাছে ফিরে আসার পথ খুঁজেছি।’
পোস্টের শেষের দিকে তিনি লেখেন, ‘আমি যতটা সম্ভব তাকে বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। শেষের দিনগুলোতে ব্যথায় কষ্ট পেয়েছে ভাই। আমি তখন শক্ত করে ওর হাত ধরেছি। আমরা একসঙ্গে নেচেছি। কিন্তু শেষ পর্যন্ত আমি খুশি যে, সেই যন্ত্রণা বেশিদিন ওকে ভোগ করতে হয়নি।’
শেষে ম্যাডোনা লেখেন, তার মতো কেউ হবে না। আমি জানি, সে কোথাও নাচছে। এরপরই হৃদয়ভাঙার ইমোজি জুড়ে দেন ম্যাডোনা।
উল্লেখ্য, একাধারে কবি, চিত্রশিল্পী, ডিজাইনার ও নৃত্যশিল্পী ছিলেন ক্রিস্টোফার সিকোনি। ভাইকে হারিয়ে ভেঙে পড়েন ম্যাডোনা। তার মৃত্যু নিয়ে কোনো কথাই বলেননি কোনো সংবাদমাধ্যমে।