সাইহাম সালাম রুপক (চট্টগ্রাম):
সেন্টমার্টিনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের পর্যটন খাতকে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে একশ্রেণীর মানুষ।
দেশের অন্যতম পর্যটন স্পট সেন্টমার্টিনকে ঘিরে ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১৭/১০/২০২৪ ইং (বৃহস্পতিবার) তারিখ সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে ETAB: E-Tourism Association of Bangladesh এর পাশাপাশি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) , ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার,সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট, সেন্টমার্টিন দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ,সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, বোট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ, মৎসজীবী মালিক সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব), সেন্টমার্টিন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীসহ স্থানীয়রা অংশগ্রহণ করবেন।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
আমার ফ্রেন্ড লিস্টে ট্যুরিজম নিয়ে যারা কাজ করেন কিংবা যারা চান দেশের ট্যুরিজম উন্নতি হউক তারা সবাই পাশাপাশি আপনাদের কাছের ভাই-বন্ধুকে নিয়ে চলে আসুন দেশের ট্যুরিজমকে বাচাতে এক সাথে আওয়াজ তুলি।