কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানজিদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মহিষকুন্ডি ডাকপাড়া এলাকার রেজাঊল ডাকের ছেলে।
৫ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, হাতিশালা মেড়ের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক কাজ করতে বিদ্যুৎস্পৃষ্ট হোন সানজিদ। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।