
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মঙ্গলবার (৫ই নভেম্বর) বিকালে নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, কমিটির সদস্য ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস ও নির্মল কুমার কুন্ডুর সমন্বয়ে পূজা উদযাপন পরিষদে প্রতিনিধিদল নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পূজা উদযাপন পরিষদের কার্যক্রম এবং আসন্ন কাত্যায়নী পূজার তথ্য উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নবাগত ইউএনও এস.এম আবু দারদাকে ফুলেল শুভেচ্ছা জানান। নবাগত ইউএনও এস.এম আবু দারদা উপস্থিত সবার সাথে পরিচিত হন এবং সবার সাথে তিনি কুশলাদি বিনিময় করেন।