মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম আবু দারদা’র সাথে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল আড়াইটার দিকে পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। মুক্তিযোদ্ধা প্রতিনিধিদল নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। নবাগত ইউএনও এস.এম আবু দারদা উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি হন এবং তাদেরকে চা-বিস্কুট আপ্যায়ন করান।
এ সময় পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল হক (অবঃ শিক্ষক), বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বকুল, সদস্য সচিব অধ্যক্ষ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুব হোসেন নবাব, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মকছেদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবাহান (অবঃ শিক্ষক), বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দিন আহম্মদ (চেয়ারম্যান-বিআরডিবি, পাংশা), বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাব উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।