মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত ৩ নভেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তি এডিট করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে মর্মে প্রেস বিজ্ঞপ্তি স্বার্থান্বেষী মহল ফেসবুকে ভাইরাল করে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফেসবুকে বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা অব্যাহতির কথিত প্রেস বিজ্ঞপ্তি প্রচারের নেপথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। কারা কেনো বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা অপপ্রচারে নেমেছে তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
এ ব্যাপারে ৪ নভেম্বর দুপুরে যোগাযোগ করা হলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান বলেন, মিথ্যা জিনিস নিয়ে কোন মন্তব্য করবো না। নিজ হাতে কোন চিঠি পেলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাংশা পৌর বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাহারাম হোসেন সরদার প্রতিক্রিয়ায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলামকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। মিথ্যাচারের সাথে জড়িতদের সনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট আরো কয়েকজন নেতাকর্মীর সাথে আলাপকালে তারা জানান, চাঁদ আলী খান বিএনপির বলিষ্ঠ নেতৃত্ব। তিনি পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান। তার রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা রয়েছে। এখানে বিএনপির রাজনৈতিক গ্রুপিং আছে। বিএনপি নেতা চাঁদ আলী খানের রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা বিনষ্টে স্বার্থান্বেষী মহল পানি ঘোলা করে নোংরা রাজনীতি করছে।
অনুসন্ধানে জানা গেছে, গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা খোরশেদ আলমকে সংগঠনের সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার এবং গাইবান্দা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্দা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোরশেদ হাবিব সোহেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাডঃ মোঃ তাইফুল ইসলাম টিপু ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
পরবর্তীতে কে বা কারা ওই প্রেস বিজ্ঞপ্তি এডিট করে গাইবান্দা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্দা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোরশেদ হাবিব সোহেলের নামের স্থলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলামের নাম যুক্ত করে ফেসবুকে ছাড়ে।