মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, পেঁয়াজ, মুগ, খেসারীর বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বক্তব্য শেষে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ। উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু মুসা।
পাংশা উপজেলা প্রাণিসম্পদ অফিসার পৃথ্বীজ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ আসলাম হোসেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রবিউল ইসলাম প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ৭৫০ জন কৃষকের মাছে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আন্যান্য ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।