কৃষি প্রতিবেদক:
কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়ায় এলাকায় ব্রি ধান-৯৮ এর প্রদর্শনী প্লটের প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়ায় ইউএসএআইডি’র অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় আইএফডিসি কর্তৃক বাস্তবায়িত “ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (সিএসএ) একটিভিটি” কর্মসূচির আওতায় এ নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক সুফি মো: রফিকুজ্জামান।
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ জরুরী। আধুনিক শস্যবিন্যাস এর মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার প্রয়োজন।
এছাড়া জৈব সার এর ব্যবহার নিশ্চিতকরন, জৈব বালাইনাশক ব্যবহার, পরিমিত পানি ব্যবহার, মানসম্মত কীটনাশক ব্যবহার, কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও গুড এগ্রিকালচার প্র্যাকটিসসহ নানাবিধ আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষাণ-কৃষাণীগনকে পরামর্শ প্রদান করেন। সেই সাথে তিনি কৃষকদের ফসলের আধুনিক জলবায়ু সহনশীল জাত ও সুষম সার ব্যবহার নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।
আইএফডিসি এর জেলা সমন্বয়ক মো: শাহাদাত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইএফডিসি’র ফিল্ড সুপারভাইজার মীর মো: আব্দুল মান্নান, এসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার মো: নজরুল ইসলাম প্রমুখ।
প্রদর্শনী প্লটে নমুনা শস্য কর্তন এর ফলাফল কৃষকদের অবহিত করার মাধ্যমে আউশ মৌসুমে আধুনিক প্রযুক্তিতে ব্রি ধান ৯৮ জাত এর ধান চাষে উদ্বুদ্ধ করা হয়।
এসময় এলাকায় প্রায় চার শাতাধিক কৃষক-কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।