পর্তুগালের জয়ের নায়ক রোনালদো

উয়েফা নেশনস লিগে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে পর্তুগাল। এই ম্যাচেও পর্তুগিজদের জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালাদো। জয়সূচক গোলটি করেছেন রোনালদো।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষেও ২-১ গোলে জিতেছিল পর্তুগাল। ওই ম্যাচে দ্বিতীয় গোলটি করেছিলেন রোনালদো। ওই গোলের সুবাদে
প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৯০০ গোলের মাইলফলকে পৌঁছান তিনি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের হয়ে আগের গোল করা দিয়াগো দালোত আবার আত্মঘাতী গোলও করেন। যে কারণে বলা যায়, ওই ম্যাচেও পার্থক্য তৈরি করেছিলেন রোনালদো।

vরবিবার রাতে হোমম্যাচে প্রথমার্ধে রোনালদোকে মাঠে নামাননি কোচ রবার্তো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে পেদ্রো নেটোর বদলি হিসেবে খেলতে নামেন সিআরসেভেন। এদিন মাত্র ৭ মিনিটে গোল হজম করে পর্তুগাল। স্কটল্যান্ডের হয়ে গোলটি করেন স্কট ম্যাকতোমিনয়। এই গোলের বোঝা মাথায় নিয়েই প্রথমার্ধ শেষ করতে হয়েছে পর্তুগালকে।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল। ৫৪ মিনিটে রাফায়েল লিওয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা। সময় প্রায় শেষের দিকে গেলেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ হাঁটছিল ড্রয়ের দিকে। কিন্তু ৮৮ মিনিটে অতিথি দলের দর্শকদের স্তব্ধ করে দেন রোনালদো। নুনো মেন্ডিসের ক্রস থেকে ডানপায়ের দুর্দান্ত শটে স্কটল্যান্ডের জাল কাঁপান পতুগিজ তারকা। এতে ৪৪ বছরের আশা গুড়েবালি হয়ে যায় স্কটল্যান্ডের।

১৯৮০ সালের পর পর্তুগালের বিপক্ষে আর জয়ের দেখা পায়নি স্কটল্যান্ড। এবার একটি সুযোগ তৈরি করলেও সেটি বিনষ্ট করে দেন রোনালদো। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন ফার্নান্দেজ। সেখানে তাকে বলা হয়, রোনালদো প্রথমার্ধে না থাকার কোনো প্রভাব দলের উপর পড়েছে কিনা।

উত্তরে ক্যারিয়ারে ৬০০ ম্যাচ খেলা ফার্নান্দেজ বলেন, সে (রোনালদো) শুরুর দিকে মাঠে নামুক বা না নামুক, প্রভাব সবসময় একই থাকে। যারা (বদলি) এসেছিল তারাই পার্থক্য তৈরি করেছে। ক্রিশ্চিয়ানোর একটি গোল আছে। আজ সে ৯০১তম গোল করেছে এবং এখন সে হাজারের পথে রয়েছে; যা সে চায়।পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ১ এর নেতৃত্ব দিচ্ছে পর্তুগাল। গতকাল গ্রুপের অন্য ম্যাচে পোলান্ডকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ক্রোয়েশিয়া।

  • Related Posts

    আর্জেন্টিনা দলে ফিরলেন এমিলিয়ানো

    আপত্তিকর আচরণের দায়ে ফিফা দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। সাজার মেয়াদ শেষে আর্জেন্টিনা দলে ফিরলেন তিনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য মঙ্গলবার ২৮ সদস্যের দল ঘোষণা…

    Continue reading
    বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ

    তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে বুধবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ৬ নভেম্বর, বুধবার খেলাটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিনোদন

    শাকিবের সঙ্গে প্রেম!

    • By admin
    • November 5, 2024
    • 17 views
    শাকিবের সঙ্গে প্রেম!

    ‘প্রিয় মালতী’ হয়ে মিশর যাচ্ছেন মেহজাবীন

    • By admin
    • November 5, 2024
    • 13 views
    ‘প্রিয় মালতী’ হয়ে মিশর যাচ্ছেন মেহজাবীন

    কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    • By admin
    • October 20, 2024
    • 16 views
    কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    অনুষ্ঠানের মাঝে গায়িকার হুমকি

    • By admin
    • October 20, 2024
    • 25 views
    অনুষ্ঠানের মাঝে গায়িকার হুমকি

    ভাইকে হারিয়ে হৃদয়ভাঙা পোস্ট ম্যাডোনার

    ভাইকে হারিয়ে হৃদয়ভাঙা পোস্ট ম্যাডোনার

    ঢাকায় সংগীতানুষ্ঠানে গাইবেন পশ্চিমবঙ্গের সুনিধি

    • By admin
    • October 7, 2024
    • 31 views
    ঢাকায় সংগীতানুষ্ঠানে গাইবেন পশ্চিমবঙ্গের সুনিধি