
পিরোজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাস থেকে ১০ কোটি ৪০ লাখ টাকা মুল্যের মাদক এলএসডি জব্দ করেছে ৪৭ বিজিবি কুষ্টিয়ার সদস্যরা।
বুধবার (০২ অক্টোবর) রাতে ৪৭ বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (০২ অক্টোবর) দুপুর আড়াইটার সময় গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর এলাকার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের একটি যাত্রীবাহি বাস “মেট্রোপলিটন পরিবহন” তল্লাশি করা হয়। এসময় ৫০ মিলি লিটার এর ২০ বোতল ভারতীয় এলএসডি জব্দ করে। জব্দকৃত এলএসডির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।