
কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বা লিগ্যাল এইডে অভিযোগ প্রতিকার ও ব্যবস্থাপনা বিষয়ক স্টোক হোল্ডারদের সমন্বয় ও অংশ গ্রহনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭অক্টোবর) বিকেল ৫টার সময় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম ছুমিয়া খানম।
জেলা লিগ্যাল এইড কমিটি কুষ্টিয়ার আয়োজনে এই অবহিতকরণ সভায় প্যানেল আইনজীবী, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ষ্টেকহোল্ডার বা অংশীজনের অংশগ্রহনে আলোচনা সভায় সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে যারা আর্থিক ভাবে অসচ্ছল , সহায়-সম্বলহীন এবং নানাবিধ প্রতিকুল আর্থসামাজিক বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনী অধিকার নিশ্চিতকল্পে ও আইনী সহায়তা প্রদানের উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা হিসেবে নানাবিধ কাজ করে যাচ্ছে।
এসময় কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো: তারিক হাসান কুষ্টিয়া জেলায় লিগ্যাল এইড সংস্থার আইনগত ও বিচারিক সহায়তা একটি চিত্র তুলে ধরেন। বিগত জুলাই-২০২৩ হতে সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত সময়কালে জেলা লিগ্যাল এইড সংস্থায় আইনী সহায়তার জন্য মোট আবেদন করেন ৭শ ৩৯ জন যার মধ্যে ফৌজদারী মামলার সংখ্যা ছিলো ৫শ ২৭টি, পারিবারিক ১শ ৭৬টি এবং দেওয়ানী মামলার সংখ্যা ছিলো ৩৬টি। এসব মামলাগুলির মধ্যে ৫শ ৪০টি ইতোমধ্যেই নিষ্পত্তি হয়ে গেলে এবং বাকী ১শ ৯৯টি মামলা বিচারাধীন আছে। এসব মামলাগুলির বিচারিক প্রক্রিয়ায় আইনী সহায়তা চেয়ে আবেদনকারীদের মধ্যে ছিলো ৩শ ৪২জন মহিলা, ৩’শ ৮৭ জন পুরুষ এবং ১০জন শিশু। এছাড়া পারিবারিক, ফৌজদারী ও দেওয়ানী মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য ৫শ ৪টি আবেদনের মধ্যে ৪শ ৮৯টি মামলা ইতোমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। একই ভাবে এসময়কালের মধ্যে ফৌজদারী, পারিবারিক ও দেওয়ানীসহ মোট ৮৭টি পোষ্ট কেইসের মধ্যে ৮২টি নিষ্পত্তি করা হয়েছে। নিস্পত্তিকৃত ফৌজদারী, পারিবারিক ও দেওয়ানী মামলার পক্ষগণের নিকট থেকে ৯৫লক্ষ ৫৪ হাজার ২৮টাকা জরিমানা আদায় করা হয় বলে পরিসংখ্যান তুলে ধরে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা।
এসময় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারী ষ্টেকহোল্ডারদের বক্তব্যে নানাবিধ গুরুত্বপূর্ন ইস্যু উঠে আসে। এসব ইস্যুগুলির বিশ্লেষনাত্মক মতামত ও জেলার অপরাধ নির্মূলসহ আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক সুপারিশ তুলে ধরেন অংশ গ্রহনকারীগণ। বক্তব্য রাখেন ব্লাস্ট কুষ্টিয়ার সমন্বয়ক এ্যাড. শংকর মজুমদার, জেলা তথ্য অফিসার মো: আমিনুল ইসলাম, জেল সুপার আব্দুল বারেক, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা বারের সভাপতি হারুন উর রশিদ, সরকারী কৌশুলি জিপি আসম আকতারুজ্জামান মাসুম, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব প্রমুখ।
পরিশেষে বিচার বঞ্চিত অসহায় জনগোষ্ঠীর আইনী সহায়তায় জেলা লিগ্যাল এইড সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এই উদ্যোগকে আরও সম্প্রসারণ করতে সংশ্লিষ্ট সর্বস্তরের সবাইকে আরও আন্তুরিক ভুমিকা নিয়ে এগিয়ে আসার জন্য উদাত্ত্ব আহ্বান করেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম ছুমিয়া খানম।