রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন মো. রঞ্জু হক (৪০) ও মো. হাফিজুর রহমান (৩২)।
৭ অক্টোবর, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
আটক রঞ্জু রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ফেরতা পাড়ার মৃত সামসুল হকের ছেলে ও হাফিজুর রহমান দামকুড়া থানার গোবিন্দপুর শিতলাই গ্রামের মো. হেল্লাল শেখের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, ৭ অক্টোবর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার ফেরতা পাড়া এলাকায় একটি লিচু বাগানে গাঁজা বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের দল রাত সাড়ে ৮টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।